শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

বান্দরবানের থানচি বাজারে আগুন,পুড়ে ছাই ৫০টি দোকান

প্রকাশঃ ২৫ মার্চ, ২০২৩ ০৪:০২:৪৮ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৫:৪০:১৯
সিএইচটি টুডে ডট কম,  বান্দরবান। বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে, অগ্নিকান্ডে বাজারের প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে।

অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা:আবুল জানান ,অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী,ফায়ার সার্ভিসসহ স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে প্রায় ৫০টি দোকান ও তাদের সব মালামাল পুড়ে গেছে। তিনি আরো বলেন, ব্যাবসায়ীদের হিসাবে অগ্নিকান্ডের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সময় প্রয়োজন হবে।

অগ্নিকান্ডের সুত্রপাত সর্ম্পকে জানতে চাইলে তিনি (ইউএনও) জানান, কিভাবে আগুন লেগেছে তা এখনো প্রকাশ হয়নি, তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি ।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions