মঙ্গলবার | ১৪ জানুয়ারী, ২০২৫
রাঙামাটি জেলা প্রশাসনের জরুরী সভা

কাপ্তাই হ্রদে সকল নৌ চলাচল বন্ধ,আশ্রয় কেন্দ্র প্রস্তুত

প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২২ ০৪:২৫:০১ | আপডেটঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ১০:১৭:২২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ঘূর্নিঝড় সিত্রাং এর প্রভাবে  আজ সোমবার বিকাল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙামাটির কাপ্তাই হ্রদের আভ্যন্তরীণ সকল প্রকার নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। এছাড়া ঘূর্নিঝড়ের কারণে ভারী বৃষ্টিপাতে পাহাড়ে পাদদেশে ঝুকিপূর্ন বসবাসকারীদের সর্তকতা থাকাসহ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সৃষ্ঠ ঘূর্নিঝড় সিত্রাং মোকাবেলার লক্ষে জরুরী সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া এ তথ্য জানান।

সভায় বলা হয়, ঘূর্নিঝড় সিত্রাং প্রভাবে বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় রাঙামাটির কাপ্তাই হ্রদে আজ সোমবার বিকাল ৫টা থেকে অভ্যন্তরীণ সকল প্রকার নৌ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্ষন্ত বন্ধ থাকবে। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ে পাদদেশে ঝুকিপূর্ন ববসবাসকারীদের জন্য রাঙামাটি শহরে ২২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া সভায় জেলার ৯টি উপজেলায় ঘূর্নিঝড়ের প্রস্তুতি, মেডিকেল টিম ও উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে।
 
এদিকে, ঘূর্নিঝড়ের প্রভাবের কারণে ভারী বর্ষনের কারণে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সর্তক থাকতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য জেলা তথ্য অফিস থেতে রাঙামাটি শহরে মাইকিং চালানো হচ্ছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions