প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২২ ০৪:২১:৩০
| আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৫:৪৭:৪৬
ষ্টাফ রিপোর্টার, রাঙামাটি। মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও খাবারের মূল্যতালিকা হালনাগাদ না থাকাসহ আরও বেশ কয়েকটি অভিযোগে রাঙামাটি শহরের দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটির সহকারী পরিচালক রানা দেবনাথ অভিযান পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান সূত্র জানিয়েছে, রাঙামাটি জেলা শহরের প্রধান বাণিজ্যক এলাকা বনরূপায় অবস্থিত মাস্টারশেফ রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এরর ৫২ ধারায় Sesame Oil এর গায়ে দাম, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় সতর্কতামূলকভাবে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, খাজা গরীবে নেওয়াজ পোল্ট্রি ফার্ম নামের একটি মুরগী দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটির সহকারী পরিচালক রানা দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর দুটি ধারায় রাঙামাটির একটি রেস্টুরেন্ট ও একটি পোল্ট্রি দোকানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।