মঙ্গলবার | ১৪ জানুয়ারী, ২০২৫
রাঙামাটিতে

সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান

প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২২ ০৪:১৭:১১ | আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ১২:১৮:০৪
ষ্টাফ রিপোর্টার, রাঙামাটি। আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায়-দুস্থ পাহাড়ী-বাঙালী মহিলাদের মাঝে আজ সোমবার রাঙামাটি সেনা বাহিনীর পক্ষ থেকে সেলাই মেশিন ও চিকিৎসা সেবায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রাঙামাটি রিজিয়নের উদ্যোগে প্রান্তিক হল রুমে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান করেন  রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দীন। এসময় জিটুআইসি মেজর পারভেজ রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় আতœকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় দুস্থ ৪জন মহিলাকে সেলাই মেশিন ও ফুটবলের জাতীয় মহিলা দলের সাবেক ফুটবলার চাথুইমা মারমাসহ দুজনকে চিকিৎসা সেবায় এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়।

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দীন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি বৈষম্যহীন প্রতিষ্ঠান ও সেনবাহিনীকে অনুকরনীয় হিসেবে গ্রহন করে ধর্ম, বর্ণ এবং জাতি উপজাতি ভেদাভেদ ভূলে গিয়ে সকলে দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এক সাথে কাঁেধ কাঁধ মিলিয়ে কাজ করবে। এছাড়া যে কোন প্রয়োজনে সেনাবাহিনী এধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions