বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫
বান্দরবানের

আলীকদম ও থানচি উপজেলায় পর্যটকদের জন্য ভ্রমণ নিষিদ্ধ

প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২২ ০৮:৪৮:৩১ | আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০৯:৪১:২৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পর্যটকদের  নিরাপত্তার কারণে এবার  বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট এর রুটিন দায়িত্বে থাকা উপসচিব মো.লুৎফুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বান্দরবান জেলার আলীকদম ও থানচি উপজেলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনিদিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান সেনানিবাসের এক পত্রের মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।

বান্দরবানের থানচি উপজেলার নীলদিগন্ত,তমাতুঙ্গী ,নাফাকুম,বড়পাথর,রেমাক্রী,বড়মদক এবং আলীকদম উপজেলার আলীর সুরঙ্গ,ডিম পাহাড়,মারাইতং,দামতুয়া ঝর্নাসহ অসংখ্য পর্যটনকেন্দ্র রয়েছে,আর প্রতিদিনই এইসকল স্পটসমুহে অসংখ্য দেশি বিদেশী পর্যটক ভ্রমনে যায়।

এদিকে এর আগে গত ১৮অক্টোবর বান্দরবানের গহীন অর‌্যণে সন্ত্রাসীদের ধরতে এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমনে অনিদিষ্টকালের নিষেধাজ্ঞা প্রদান করে জেলা প্রশাসন যা এখনো বলবৎ রয়েছে।

প্রসঙ্গত : গত ১০অক্টোবর থেকে পার্বত্য জেলা বান্দরবানে গহীন অরণ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করে যৌথবাহিনী আর অভিযানে গত ২০অক্টোবর বান্দরবানের রোয়াংছড়ি ও রাঙ্গামাটির জেলার বিলাইছড়ি সাইজামপাড়া থেকে জামাতুল আনসার ফিল শারক্বীয়ার এবং পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট ( কেএনএফ) এর সর্বমোট ১০ সদস্যকে আটক করে র‌্যাব, আর এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions