সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা-রাঙামাটির ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা 'হয়রানিমূলক' মামলা প্রত্যাহার দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন করেছে উপজেলার বিশিষ্টজনরা।
রোববার সকাল ১১টায় মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে উপজেলা সদরের বরইছড়িতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- রাজস্থলী প্রেসক্লাব সভাপতি মো. আজগর খান, সাংবাদিক অর্ণব মল্লিক, সংগঠক আদনান সরোয়ারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। মানববন্ধনে সংবাদকর্মী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সচেতন নাগরিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে এমপি কন্যার মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছেন।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা এখন অনিয়ম-দুর্নীতি কোনো কিছুর বিরুদ্ধেই লিখতে পারছেন না। হয়রানি মূলক মামলা দিয়ে তাদের দমাতে চাইছে। হামলা-মামলা করে সাংবাদিক সমাজকে আগেও দমানো যায়নি এখনো দমানো যাবে না। এখন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে সেটার প্রতিবাদ করতে গিয়েও মামলার শিকার হতে হচ্ছে। এটা অত্যন্ত ঘৃণ্য ঘটনা। এটা গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা। এসময় বক্তারা অবিলম্বে রাঙামাটি-খাগড়াছড়ি-ঢাকার ৬ সাংবাদিকের বিরুদ্ধে 'হয়রানিমূলক মিথ্যা' মামলার প্রতিবাদ ও প্রত্যাহার দাবি জানান।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) ৬ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন রাঙামাটির সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ার। মামলায় পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক অনিবার্ণ শাহরিয়ার, জাগো নিউজের রাঙামাটি প্রতিনিধি সাইফুল হাসান, দীপ্তি টেলিভিশনের সাংবাদিক বায়েজিদ আহমদ, টিবিএসের খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল আলম এবং দৈনিক বণিক বার্তার রাঙামাটি প্রতিনিধি প্রান্ত রনিকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামিও রয়েছে এই মামলায়।