বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫
রাজস্থলীতে রাস্তার কাজের উদ্বোধন

সরকারের আন্তরিকতা দুর্গম পাহাড়ে সড়ক যোগাযোগে নতুন দ্বার উন্মোচিত হচ্ছে : দীপংকর তালুকদার এমপি

প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২২ ০৪:০৭:০৫ | আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০৪:২২:০৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ  দীপংকর তালুকদার এমপি বলেছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা দুর্গম পাহাড়ে সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে। এক সময় সড়কের অভাবে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পরিবারের একমাত্র উৎপাদিত ফসল কৃষি পণ্য মালামাল গুলো কাঁধে করে এলাকা থেকে বাজারে নিতে হতো। বাজারের দিন ভোরে কাঁধে করে কাঁচা মাল নিয়ে  বিক্রির উদ্দেশ্যে বাজারে রওয়ানা দিলে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত। এখন বর্তমান সরকারের বিশেষ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন দুর্গম এলাকায় নতুন নতুন রাস্তাঘাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় বিশেষ করে কৃষকদের অনেক ভাগ্যের পরিবর্তন ঘটেছে।

আজ রোববার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের রাজস্থলী গোল পাহাড় হতে মারমা পাড়ার বান্দরবানের সীমানা পর্যন্ত সড়কের কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা,জেলা আওয়ামী লীগের সদস্য উথাইমিন মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, হেডম্যান মংবাথোয়াই মারমা, হেডম্যান,চথোয়াইনু মারমা, ইউপি চেয়ারম্যানে রবার্ট ত্রিপুরা, পুলক বড়ুয়া,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা,অংছাইনু মারমা, সাংবাদিক হারাধন কর্মকার, শামসুল আলম, মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সরদার,সুইচাপ্রু মারমা, প্রমুখ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় কোটি টাকা রাস্তাটির কাজ বাস্তবায়ন করছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions