প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২২ ০৪:০৫:২২
| আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ১১:১৮:৪২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর আজ দপুরে রাঙামাটি শহরের বনরুপা ও ভেদভেদী এলাকায় তদারিকমুলক অভিযান পরিচালনা করে। এসময় ভেক্তা অধিকার লংঘন করার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া খোলা বাজারে চিনি বিক্রেতাদের সর্তক ও মেয়াদত্তৌর্ণ পন্য না রাখার নির্দেশ দেয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর রাঙামাটির সহকারী পরিচালক রানা দেবনাথের নেতৃত্বে অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা আকতার খানম ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।