প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২২ ০৩:৪৯:২০
| আপডেটঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ১০:১৭:১০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে মিউজিক্যাল সামগ্রী বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
রোববার (২৩ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে ও বোর্ডের কর্ণফুলী সন্মেলন কক্ষে এ মিউজিক্যাল সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-প্রশাসন (অতিরিক্ত সচিব) ইফতেখার আহমেদ, সদস্য-বাস্তবায়ন (উপ-সচিব) মোহাম্মদ হারুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, সহকারী প্রকৌশলী মিজ ত্রয়া সরকার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মুক্তার হোসেন, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন মিউজিক্যাল ব্যান্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরনকৃত মিউজিক্যাল সামগ্রী হিসেবে কম্পিউটারের কি-বোর্ড, অকটোপ্যাড, সাউন্ড বক্স, মাইক্রোফোন, মনিটর, সাউন্ড মিক্সার, থাম প্যাড(বাঁশী) সহ বিভিন্ন মিউজিক্যাল সামগ্রী বিতরণ করা হয়।