বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫

গাছ থেকে পড়ে দারোয়ানের মৃত্যু

প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২২ ০৩:৪৭:৪৯ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০১:২০:৩৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলায় গাছ থেকে পড়ে এক আব্দুর রশিদ নামে এক দারোয়ানের মৃত্যু হয়েছে। রোববার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ (৫২) আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকার মৃত আব্দুল খালেক মিস্ত্রির ছেলে এবং আজিজনগরের আজিজ উদ্দিন ইন্ডাস্ট্রি লিমিটেডে দারোয়ানের চাকরি করতেন।

আজিজনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মোবারক হোসেন মহরম জানান, আব্দুর রশিদ তার নিজ বসতভিটায় ডালপালা কাটতে একটি কাঁঠালগাছে ওঠে। ডালপালা কাটার সময় হঠাৎ তিনি পা পিছলে ২০ ফুট উঁচু গাছ থেকে মাটিতে পড়ে যায়, গাছ থেকে পড়ার সময় মাথায় আঘাত পেয়ে নাক আর কান দিয়ে রক্ত বের হয়।

পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যায়, সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আব্দুর রশিদ এর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions