বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫

কাপ্তাইয়ে দূর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

প্রকাশঃ ২২ অক্টোবর, ২০২২ ০৭:৫৮:২৩ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৬:২৯:১৯

সিএইচটি টুডে ডট কম,  রাঙামাটি।  রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যঙছড়ি থেকে পাচারকালে বাক্সবন্দি অবস্থায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই ফরেস্ট রেঞ্জ শনিবার দুপুর ১২ টার দিকে দূর্লভ প্রজাতির এই লজ্জাবতী বানরটি উদ্ধার করে কাপ্তাই ফরেস্ট অফিসে নিয়ে আনা হয় বলে জানিয়েছেন কাপ্তাই ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ


তিনি আরো জানান, শনিবার দুপুরের দিকে কাপ্তাই জাতীয় উদ্যানের আওতাধীন কাপ্তাই রেঞ্জের ব্যঙছড়ি বিটের গহীন অরণ্যে একটি লজ্জাবতী বানর পাচারের উদ্দেশ্যে নিয়ে এক ব্যক্তি বহন করে নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হলে খবর পেয়ে লোকটি লজ্জাবতী বানরটি বাক্স বন্দী অবস্থায় ফেলে দৌড়ে জঙ্গলে পালিয়ে যায় এসময় বনপ্রহরী মোঃ গিয়াসউদ্দিন, মোঃ আবু বক্কর, মোঃ আক্তার হোসেনসহ ফরেস্ট বিভাগের লোকজন লজ্জাবতী বানরটি উদ্ধার করে


রাঙামাটি বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোঃ শোয়ইব খান এর সাথে আলোচনা করে আজ রাত টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন কাপ্তাই ফরেস্ট বিভাগের কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ|

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions