বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

প্রকাশঃ ২২ অক্টোবর, ২০২২ ০৪:৪৯:২৪ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ১০:৪১:৩৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে  শনিবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, সহকারী কমিশনার বিজয় কুমার জোয়ার্দার, বিআরটিএ ইন্সপেক্টর আতিকুর রহমান, রাঙামাটি মোটরযান পরিদর্শক কামাল আহমেদ, রাঙামাটি অটো রিক্সা চালক কল্যাণ সমিতির সভপতি পরেশ মজুমদার, ট্রাক-শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

আলোচনা সভার আগে শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য  র‌্যালী বের করা হয়।

আলোচনা সভায় বক্তারা,  সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসা এবং ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। সরকার সড়ক পরিবহন ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদার করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকার।  নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের গণপরিবহনে যাতায়াত নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের প্রতি আহ্বান জানান।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions