বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫

রাঙামাটি পাবলিক কলেজে সততা ষ্টোর চালু

প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২২ ০৩:৫৫:১৪ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৬:৪৮:৫৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। শিক্ষার্থীদের মাঝে মুল্যবোধ, সততা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটি পাবলিক কলেজে আজ বুধবার দুপুরে “ সততা ষ্টোর” চালু করা হয়েছে।

রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আল মামুন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, দুদকের সহকারী পরিচালক ফারহাদ হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মুকুল কান্তি ত্রিপুরা। এসময় শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, কলেজ পর্যায়ে সততা স্টোর নেই তবুও আমাদের এটাই ব্যতিক্রমী উদ্যোগ। আমাদের শিক্ষার্থীরা যাতে সততার পরিচয় দেয় সেজন্যে মূলত রাঙ্গামাটি পাবলিক কলেজে সততা স্টোর স্থাপন করা হয়েছে। সততা স্টোর কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, অল্প মূল্যে ছোট ছোট জিনিস দিয়ে শিক্ষার্থীদের সততার চর্চা, মূল্যবোধের চর্চা, নৈতিকতার চর্চা এবং সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টা। 

বক্তারা আরো বলেন, সততা ষ্টোর চালুর মুল লক্ষ্য হলো বিবেক জাগ্রত করার শিক্ষা। সৎভাবে চলার অনুশীলন কেন্দ্র। দৃশ্যতঃ এখানে বিক্রেতা নেই। এই দোকানের প্রকৃত বিক্রেতা হলো- বিবেক, নৈতিকতা, সততা, চরিত্র, মনুষ্যত্ব ও সর্বোপরি সত্যিকারের মানুষ হওয়ার সিঁড়িতে আরোহণ করা।

কর্তৃপক্ষ জানায়, সততা ষ্টোরে খাতা, কলম, পেনসিল, রাবার, স্কেল, জ্যামিতি বক্স, রং পেনসিল, চিপস, বিস্কুটের মতো প্রয়োজনীয় পণ্য পাবে শিক্ষার্থীরা। উদ্যোক্তাদের দাবি এর মধ্য দিয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মধ্যে জাগ্রত হবে সততাবোধ।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions