বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫

বন্য হাতির আক্রমণে বান্দরবানে এক বিজিবি সদস্য নিহত

প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২২ ০১:৫৪:৫০ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৭:২৪:০৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বন্য হাতের আক্রমণে বিজিবির এক সদস্য নিহত হয়েছে, তার নাম আব্দুল মান্নান (৫৩)। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী এলাকা ভাল্লুকখাইয়া বর্ডার অবজারবেশন পোষ্টে (বিওপি) নায়েব সুবেদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১৮অক্টোবর) রাত ১০টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে চোরাকারবারীরা গরু নিয়ে সীমান্ত দিয়ে নাইক্ষ্যংছড়ি হয়ে বাংলাদেশে প্রবেশ করাচ্ছে এমন সংবাদে বিজিবির একটি টহল দল রাতে অভিযান শুরু করে, পথিমধ্যে বন্য হাতির একটি দল বিজিবির টহল দলের সামনে পড়ে গেলে বাকিরা সরে গিয়ে রক্ষা পেলেও হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, রাতেই নিহত বিজিবি সদস্য’র লাশ উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ন সদরে নিয়ে আসা হয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions