রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশঃ ১৮ অক্টোবর, ২০২২ ০৭:২৮:৪৮
| আপডেটঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ১২:২২:০৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা আজ রোববার (১৮ অক্টোবর ২০২২) সকালে পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন, সরকারি বরাদ্দের মাধ্যমে গৃহীত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম জনগণের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সর্বাত্বকভাবে চেষ্টা করে যাচ্ছে। দেশের প্রকল্পের ধরন যেভাবে নির্ধারিত থাকে তা স্থানীয় প্রয়োজন অনুযায়ী শিথিল/পরিবর্তন করে অনগ্রসর জনগোষ্টীর উন্নয়নে কাজ করে যেতে হবে। তিনি বলেন, হস্তান্তরিত বিভাগের উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ বরাদ্ধ দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে। একইসাথে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলির উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনার জন্য স্ব স্ব বিভাগীয় কর্মকর্তাদের আরও উদযোগী হওয়ার জন্য তিনি আহŸান রাখেন।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য নিউচিং মারমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য মোসাম্মৎ আছমা বেগম, পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়াসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।