বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে শেখ রাসেল এর জন্মদিন পালন

প্রকাশঃ ১৮ অক্টোবর, ২০২২ ০৭:১২:০৯ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৯:৩২:২৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল ও জাতীয় শিশু কিশোর  দিবস উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ পুলিশ সুপার ও প্রশাসনের অন্যান্যা কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভার আগে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবসভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধ। সভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকান্ডে কোনো নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না। বাংলাদেশে রাজনৈতিক হত্যাকান্ডে নারী-শিশু হত্যা করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় ১০ বছরের অবুঝ শিশু শেখ রাসেলকেও হত্যা করা হয়। এটি ঘৃণ্য অপরাধ।

এ ছাড়া শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে  চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions