শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানে মহিলাদলের আলোচনা সভা

নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে

প্রকাশঃ ০৯ সেপ্টেম্বর, ২০১৮ ০১:১২:২০ | আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ ০৫:৩২:১০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার বিকালে বান্দরবানের পুরাতন রাজ বাড়ী প্রাঙ্গনে এক মহিলা সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধ সরকার। এই অবৈধ সরকার আমাদের নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ৭ মাস যাবত কোন অপরাধ ছাড়া জেলা খানায় আটক করে রেখেছে। সকল দলের অংশ গ্রহনে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। জাতীয়তাবাদী মহিলাদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির নির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

এসময় আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বান্দরবান জেলা বিএনপির সাধারন সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, যুগ্ন সম্পাদক মুজিবুর রশিদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম।
জাতীয়তাবাদী মহিলাদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলাদল বান্দরবান জেলা সভাপতি নিলুতাজ বেগম।

আলোচনা সভায় সঞ্চালনা করেন বান্দরবান জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সাধারণ সম্পাদক উম্মে কুলছুম নীলা, জাতীয়তাবাদী মহিলাদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লামা পৌরসভার কাউন্সিলর ও জাতীয়তাবদিী মহিলা দল লামা সদর উপজেলা সভাপতি জোৎসনা বেগম, জাতীয়তাবাদী মহিলা দল লামা পৌর শাখার সভাপতি ও লামা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, সাবেক পৌর মহিলা কাউন্সিলর গীতা রাণী দে গুরাটুনি, ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত তঞ্চঙ্গ্যা, ছাত্রদল নেতা আলাউদ্দীন আলো, আকবর, মিডিয়া দলের নেতা ওমর ফারুক জিহাদ, জাতীয়তাবাদী মহিলাদল বান্দরবান জেলা শাখার যুগ্ন-আহ্বায়ক হামিদা চৌধুরী, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী, মহিলা নেত্রী মোহছনা আক্তারসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions