বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশঃ ১৭ অক্টোবর, ২০২২ ০৭:১১:১৬ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৫:১৭:২৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর খতীব মুফতি রহুল আমিন বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ (সা)  এর আদর্শ বাস্তবায়ন হলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সমাজ থেকে অশান্তি ও জঙ্গিবাদ দূর হবে।

সোমবার রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিউট মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সীরাত কনফারেন্সে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন আলেম সমাজের দায়িত্ব হচ্ছে সমাজের প্রতিটি স্তরে মহানবী (সা:) এর আদর্শ ছড়িয়ে দেয়া। আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশ আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

ওলামা পরিষদের সভাপতি হাজী শরিয়ত উল্লাহর সভাপতিত্বে সীরাত কনফারেন্সে আরো আলোচনা করেন, চট্টগ্রাম এমইএস কলেজের সাবেক অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন, পটিয়া আল জামিয়াতুল ইসলামীয়ার মাদ্রাসার পরিচালক ওবায়দুল্লাহ হামযাহ, মুফতি জসিম উদ্দিন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমান সহ অন্যান্য ওলামা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কনফারেন্সে তিন পার্বত্য জেলার ইমাম, খতীব ও আলেমগণ অংশগ্রহণ করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions