বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

ট্রফি কান্ডের ভিডিওটি ছিল কাটাছেড়া, চোরাচালানীদের রোষানলে বদলী আলীকদমের ইউএনওর !

প্রকাশঃ ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২৭:৩৬ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৮:১০:১৭

সিএইচটি টুডে ডট কম,  আলীকদম(বান্দরবান) বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছেতবে বদলীকে স্বাভাবিক বদলী বলছেন প্রশাসনের কর্মকর্তারা পাশাপাশি স্থানীয় আওয়ামীলীগ নেতারা এবং সচেতন মহল মনে করছেন ইউএনও সততা, কর্মদক্ষতা নিষ্ঠা নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না জনসম্মুখে ট্রফি ভাঙ্গাকে একটি পরীক্ষায় সাময়িক হেরে গেছেন তাই জনমতকে শ্রদ্ধা জানিয়ে সরকার তাকে বদলীর আদেশ দিয়েছেন

 

ব্যাপারে ইউএনও মেহরুবা ইসলাম বলেন, সীমান্ত চোরাচালান বন্ধে বিভিন্ন সময় ট্রাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনা করায় একটি মহল তার উপর ক্ষিপ্ত ছিলেন তাছাড়া একজন ইউএনও হয়ে বঙ্গবন্ধু চত্বর করায় দ্বিতীয় ক্ষোভ ছিল তারা ট্রফি কান্ডে ঘটনাকে পুঁজি হিসেবে ব্যবহার করে আন্দোলন করেছেন

 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সম রঞ্জন বড়ুয়া বলেন, "আলীকদম-মিয়ানমার সীমান্তে চোরাই পথে সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে গরু,মহিষ এবং মাদক প্রবেশ করছে এগুলোর বন্ধে টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন ইউএনও মেহরুবা ইসলাম হুন্ডির মাধ্যমে দেশের টাকা পাচার হচ্ছিল মায়ানমারে এসব রাষ্ট্রবিরোধী কাজের বিরুদ্ধে অভিযানে তার উপস্থিতি এবং চোরা চালান বিরোধী অনড় সিদ্ধান্ত একটি মহল অনেক দিন ধরেই মেনে নিতে পারছিলেন না তারই একটি বহিঃপ্রকাশ কথিত আন্দোলন-সংগ্রাম এই মহলটি এর মাধ্যমে নিজেদের আরও বেপরোয়া করে তুলবে

 

মাঠ পর্যায়ে অনুসন্ধান কালে আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম, জিয়া উদ্দিন জুয়েল রিপোর্টার্স ক্লাবের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া জানান, ইউএনও মেহরুবা ইসলাম আলীকদমে যোগদানের পর থেকে প্রাথমিক মাধ্যমিক শিক্ষা, যানজট নিরসন, তৃণমূলে সরকারি পরিসেবা বৃদ্ধি,পরিবেশ-পরিষ্কার উন্নয়নের ডাক দিয়েঅগ্রযাত্রায় আলীকদমকর্মসূচী বাস্তবায়ন করেছেন বিশেষ করে সীমান্ত চোরাচালান বন্ধে রাত-দিন অভিযান করেছেন এতে গরু ব্যবসায়ীদের রোষানলে পড়েন তিনি

 

সর্বশেষ ট্রফিকান্ডে ঘটনায় তার সব ভালো অর্জন গুলোকে নস্যাৎ করতে গরু ব্যবসায়ীরা আন্দোলন করেছেন বান্দরবানের সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ তার ফেসবুক আইডিতে লিখেন, আপনি চোরাই পশু জব্দ মন্দ কাজ বন্ধে ছিলেন অকুতোভয় বীরঙ্গনা সখিনার প্রধান উত্তরসূরি আপনার বিপদে কেউ এগিয়ে আসেনি সেই তারা এমন একটি সুযোগ খুজঁছিলো এতোদিন অবশেষে পেয়ে গেলো তারা ওরা বুঝেনি এখন একদিন বুঝবে তখন সময় অনেক দূর গড়িয়ে যাবে...

 

স্থানীয় সাংবাদিক রাসেল মজুমদার বলেন, ‘জনগণের দাবীকে মূল্য দিয়ে আলীকদমের ইউএনওকে ঢাকা বিভাগে একই পোস্টে বদলী করা হয়েছেস্থানীয় শিক্ষক মংচাথুই মার্মা বলেন, " তিনি দায়িত্ব গ্রহণের পর আলীকদমের পরিবেশ, বাজার ব্যবস্থাপনা,গরুর হাট সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করেছেন দেশীয় আন্তর্জাতিক মাদক গরু চোরাচালান কারবারীদের কঠোর হস্তে দমন করেন কিন্তু যিনি সরকার জনগণের উপকার করেছেন তার বিরুদ্ধে কাহিনী তৈরী করা হলো"এটি কোন বিষয় না আলীকদমের এক জনপ্রতিনিধি লোকজন ধরে এনে মারধর করছেন দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করছে তখন আন্দোলন কোথায় থাকে

 

অনুসন্ধানে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে আলীকদম চৈক্ষ্যং ইউনিয়নের মাংতাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক যুব স্বাধীন সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় খেলা শেষে খেলোয়াড়দের দুইপক্ষের ঝগড়াকে শান্ত করতে বুঝাতে উদাহরণ দেখাতে খেলোয়াড়দের সম্মতিতে ট্রফি টেবিলে ছুড়ে মারেন ইউএনও কিন্তু দীর্ঘ সময়ের ভিডিও-কে কাটপিস করে পুরো ঘটনার আংশিক ভিডিও প্রকাশ করা হয় যাতে একজন নারী কর্মকর্তা হিসেবে ইউএনও ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলা যায় কাটপিসের ভিডিওকে পুঁজি করে আলীকদম এর একটি মহল ইউএনও বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ফুটবল খেলায় আবাসিক একাদশ রেপারপাড়া একাদশ দুই টিমই দুই গোলে ড্র করে পরে খেলা গড়ায় টাইব্রেকারে এতে আবাসিক দলকে বিজয়ী ঘোষণা করা হয় তারা আরও বলেন, মঞ্চে অন্যান্য অতিথিরা বক্তব্য দেওয়ার পরে প্রধান অতিথির বক্তব্য শুরুর আগে হট্টগোল বাধে দুই টিমের মধ্যে এতে খেলোয়াড়রা ইউএনওকে ট্রফি কাউকে না দিয়ে ভেঙ্গে ফেলার আহবান জানায় পরে ট্রফি ছুড়ে ফেলেন ইউএনও ঘটনায় আমাদের কোনো অভিযোগ ছিল না চৈক্ষ্যং ইউনিয়ন এলাকায়ও সমস্যা হচ্ছে না যা হচ্ছে তা আলীকদম সদরে এতে নিশ্চয়ই কোনও রহস্য আছে

 

২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, পুরো ঘটনায় আমি উপস্থিত ছিলাম, খেলোয়াড়রা ট্রফি নিতে ছাচ্ছে না তখন ইউএনও ট্রফি তার কাছে আমানত হিসেবে রেখে ইউএনওর অর্থায়নে নতুন করে খেলা আয়োজনের ঘোষণা দেন পরে খেলোয়াড়দের অনুমতিতে ইউএনও ট্রপি ছুঁড়ে ফেলার পরও কোন সমস্যা হয়নি প্রতিক্রিয়া দেখিয়েছেন একটি মহল রাতে এতে ইউএনও সব ভালো অর্জন গুলোকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে

 

বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য অংশৈ থোয়াই মার্মা বলেন, একটি মহল বদলীটাকে জয় পরাজয়ের নামে একক কৃতিত্বের ব্যবসার দোকান খোলে বসেছে এত সৎ কর্মনিষ্ঠা খুবই কম দেখিছি অল্প সময়ে দূর্গম শিক্ষা প্রতিষ্ঠান গুলো পরিদর্শন করা আন্তরিকতা না থাকলে সম্ভব নয় ইউএনও সাধারণ মানুষের মধ্যে খুবই জনপ্রিয় একটি অসাধু চক্রের জন্য তিনি প্রতিরোধী প্রাচীর হওয়ায় ইউএনওকে বিতর্কিত করতে অনেক দিন ধরে চেষ্টা করছিল ট্রফি কান্ড তাদের পরিকল্পনাকে ব্যবহারের রাস্তা তৈরি করে দিয়েছে

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়িমং মার্মা বলেন, চোরাচালান বন্ধে এবং তামাক চাষ নিরূৎসাহিত করতে ইউএনও মেহরুবা ইসলাম যুগান্তকারী পদক্ষেপ নেন উপজেলা পরিষদ এলাকায় তিনিবঙ্গবন্ধু চত্বরকরে মুক্তিযোদ্ধের অগ্রনায়কের নামকে সমুন্বত করেছেন তৃণমূলে সরকারি পরিসেবার সুষম

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়িমং মার্মা বলেন, চোরাচালান বন্ধে এবং তামাক চাষ নিরূৎসাহিত করতে ইউএনও মেহরুবা ইসলাম যুগান্তকারী পদক্ষেপ নেন। উপজেলা পরিষদ এলাকায় তিনিবঙ্গবন্ধু চত্বরকরে মুক্তিযোদ্ধের অগ্রনায়কের নামকে সমুন্নত করেছেন। তৃণমূলে সরকারি পরিসেবার সুষম বন্টন এবং শিক্ষা-চিকিৎসা,গরু চোরা চালান বন্ধ করতে নিরলস কাজ করছে ইউএনও

 

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions