শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
বান্দরবানের

থানচিতে সেনাবাহিনীর জীপ খাদে পড়ে নিহত ১, আহত ৩

প্রকাশঃ ১৬ অগাস্ট, ২০২২ ১০:১৭:৫৭ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৯:৩১:৩৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের থানচি আলীকদম সড়কের ডিমপাহাড় এলাকায় সেনাবাহিনীর ১৬ইসিবির একটি জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক সৈনিক নিহত ও তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল ৪টার দিকে বান্দরবানের আলীকদম থানচি সড়কের ডিম পাহাড় এলাকার ২৮ কিলো নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,সেনাবাহিনীর সদস্যদের নিয়ে জীপটি আলীকদম থেকে থানচি আসছিল, এসময় ২৮ কিলো নামক স্থানে জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে গাড়ীতে থাকা সৈনিক শিমুল (২৮) মারা যান। এ ঘটনায় গাড়ীতে থাকা আরো ৩ সেনা সদস্য আহত হয়েচে।

পরে দুর্ঘটনার সংবাদ পেয়ে থানচি সদর থেকে পুলিশ,ফায়ার সার্ভিস এর সদস্যরা গিয়ে হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় লোকজন সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছে। দুর্ঘটনায় ১জন সেনা সদস্য নিহত ও ৩জন সদস্য আহত হয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions