মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪

বান্দরবানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৪ অগাস্ট, ২০২২ ০২:১২:৪০ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ১২:৪৩:৪৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ আগস্ট) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সভায় আইন শৃঙ্খলা উন্নয়ন, শহরের যানজট নিরসন, মোবাইল কোর্ট পরিচালনা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, কোন কাজ জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন মন্ত্রী-এমপি বা মেয়রের একার পক্ষে করা সম্ভব নয়, সবাইকে সমন্বিতভাবে সমস্যা সমাধানের জন্য কাজ করতে হবে, তাহলে খুব সহজে সমস্যার সমাধান সম্ভব। এসময় মন্ত্রী আরো বলেন ,করোনা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এসময় মন্ত্রী জেলায় উন্নয়ন কাজে অসংগতিগুলোর দিকে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় পুলিশ সুপার জেরিন আখতার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট উম্মে কুলসুম, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য লক্ষীপদ দাশ, সদস্য ক্যসাপ্রæ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং সরকারী বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions