দীঘিনালায় বাঙালী যুবক হত্যার ঘটনায় মামলা

প্রকাশঃ ০৮ অগাস্ট, ২০১৮ ০৯:৪৩:৫২ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ০২:৫১:২৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় ব্রাশফায়ারে মঞ্জুরুল আলম নামে এক যুবককে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী সুজাতা চাকমা বাদী হয়ে বুধবার দুপুরে দীঘিনালা থানায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। দীঘিনালা থানার ওসি আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

গতরাতে (মঙ্গলবার) দীঘিনালার পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দূর্র্বৃত্তরা ব্রাশ ফায়ার করে হত্যা করে মঞ্জুরুল আলমকে। সে দীঘিনালার বাবুছড়া এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, মাঠে বসে তাস খেলার সময় সন্ত্রাসীরা মঞ্জুরুল আলমকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। মাথা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ২৩ রাউন্ড গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে ৩৪ রাউ- গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে দীঘিনালা থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে। ঐ মামলায় সে তিন মাস কারাগারে ছিল। ধারণা করা হচ্ছে আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। নিহতের স্বজনরা খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।