প্রকাশঃ ০৩ নভেম্বর, ২০২১ ১১:২৪:৫৪
| আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৬:১৩:২৪
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন চিৎমরম ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়েশ্লিমং চৌধুরী। মঙ্গলবার সকাল ১১ টায় তিনি কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার এর কাছে উপজেলা নির্বাচন কার্যালয়ে দলীয় মনোনয়ন পত্র জমা দেন।এসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন বড়ুয়া, যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, কৃষি বিষয়ক সম্পাদক দয়ারাম তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সৈয়দ সওদাগর, সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী, চিৎমরম ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল আলম,সাধারণ সম্পাদক রফিক উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, চিৎমরম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ শামীম সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ আগামী ১১ নভেম্বর চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্ত গত ১৬ অক্টোবর সকালে নির্বাচন কর্মকর্তার দপ্তরে ঐ ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমা মনোনয়ন পত্র জমা দিয়ে রাত সাড়ে ১১ টায় চিৎমরম আগাপাড়ায় তাঁর নিজ বাড়ীতে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন । এরপর পরদিন নির্বাচন কমিশন ১১ নভেম্বর নির্বাচন স্থগিত করে আগামী ২৮ নভেম্বর চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘোষণা করেন। আজ মঙ্গলবার ( ২ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দেবার শেষ সময় ছিল।।