রাঙামাটিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২১ ০৯:১৫:১৪ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৭:১৪:৩১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাঙামাটিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙামাটি শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন পালন করে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

গণঅনশনে ঐক্য পরিষদের সভাপতি দীপন ঘোষের সভাপতিত্বে এতে সহ সভাপতি ইন্দ্রলাল তালুকদার, সাধারণ সম্পাদক পলাশ কুসুম চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার উল হক, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ আহবায়ক দেবাশীষ পালিত রাজা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের  রাঙামাটি সদর উপজেলা সভাপতি ইন্টু মনি চাকমা,  সাধারন সম্পাদক কুশল চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীসহ বিভিন্নজন বক্তব্য রাখেন।  

এসময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতায় দোষীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, একাত্তরের মৌলবাদি শক্তি এখনো দেশে বিদ্যমান রয়েছে। তারা সবসময় অসাম্প্রদায়িক বাংলাদেশে বিভিন্ন নামে হামলা করেছে।

সমাবেশের পরে শিল্পকলা একাডেমী থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জিমনেসিয়াম মাঠে গিয়ে শেষ হয়।