বান্দরবানে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশঃ ২২ অক্টোবর, ২০২১ ০৮:১২:৪০ | আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৪ ০৯:৪০:০৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। "গতি সীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি" এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে বান্দরবানে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। 

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফর রহমান। এসময় সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দিন, বিআরটিএর বান্দরবান কার্যালয়ের সরকারি-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন ।

 সভায় বান্দরবানের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও যানবাহন মালিক-শ্রমিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় পাহাড়ি সড়কে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন সমস্যা ও সমাধানের উদ্যোগের কথা তুলে ধরা হয়।