বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণায় উৎসবের আমেজ বান্দরবানে

প্রকাশঃ ২১ অক্টোবর, ২০২১ ০৭:২৮:১৫ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ১১:৩২:০৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বৌদ্ধ ধর্র্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বান্দরবানে চলছে বর্ণাঢ্য আয়োজন। বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট ও প্রবারণা উৎসব উদযাপন কমিটির আয়োজনে গতকাল সকাল থেকে দুইদিনব্যাপী জেলাজুড়ে চলছে নানা আনুষ্টানিকতা।

সকাল থেকে বৌদ্ধ বিহারে বিহারে প্রার্থনা,ভিক্ষুদের উন্নত খাবার বিতরণ আর সন্ধ্যা থেকে শুরু হয় হাজার বাতি প্রজ্জলন, মহা রথ টানা,ফানুস বাতি উত্তোলন ও পাড়ায় পাড়ায় পিঠা তৈরির উৎসব।  

জেলা জুড়ে মারমা সম্প্রদায়ের পাশাপাশি,চাকমা,ত্রিপুরা,বড়–য়াসহ পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্টির জনসাধারণ এই উৎসবে যোগ দিয়েছে। সকাল থেকে বিভিন্ন বিহারে বিহারে চলছে প্রার্থনা আর প্রদীপ প্রজ্জলন। প্রবারণার এই উৎসবে যোগ দিয়েছে বাঙ্গালীসহ দেশী বিদেশি পর্যটকেরা।

সন্ধ্যায় পুরাতন রাজবাড়ীর মাঠ থেকে মহা মঙ্গল রথ টেনে বান্দরবানের বিভিন্ন পাড়া প্রদক্ষিণ শেষে মধ্যরাতে সাংগু নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মালম্বীদের দুইদিনব্যাপী এই বর্ণাঢ্য প্রবারণা পূর্নিমার আয়োজন।