রাঙামাটি পৌর এলাকায় কোমর তাঁত উপকরণ বিতরণ

প্রকাশঃ ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০৯:১২:৩৯ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১০:৩৬:৪৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পৌর এলাকায় “কোমর তাঁতের মাধ্যমে আর্থিক উন্নয়ন প্রকল্প” বিষয়ক র্কমসূচীর আওতায় স্বাস্থ্য বিধিমেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা ও কোমর তাঁত উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে রাঙামাটি পার্বত্য জেলার স্বেচ্ছাসেবী উন্নয়ন  সংস্থা "পুগোবলে"-এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকা’র র্অথায়নে রাঙামাটস্থি পুগোবলে কার্যালয়ে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্থার নির্বাহী পরিচালক শান্তি পদ চাকমারসভাপতিত্বে  কোমর তাঁত উপকরণ বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার ৬নং ওয়ার্ডের কমিশনার  রবিমোহন চাকমা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুগোবলের সদস্য মনু মুরমুসহ সংস্থার দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।



অনুষ্ঠানে ২৪ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারীকে কোমর তাঁতের সূতাসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।