খাগড়াছড়িতে এস এম শফির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০৯:১০:১৭ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ১০:১৩:৩৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে সমাজসেবী এস এম শফির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগরস্থ এইচ এম পার্বত্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের হলরুমে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কে.এম ইয়াসির আরাফাত।

বক্তারা বলেন, মানুষ মৃত্যুর পরও তাঁর কর্মে চির স্মরণীয় হয়ে থাকেন। এমনই এক ব্যক্তিত্ব সমাজসেবক এস এম শফি। যিনি তার জীবদ্দশায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও মানব কল্যাণে কাজ করেছেন। বিত্তবান সকলেরই সমাজের প্রতি অবদান রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন বক্তারা।

স্মরণ সভায় জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার উদ্দিন মামুন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ ও প্রবীণ হোমিওপ্যাথিক চিকিৎসক মনোরঞ্জন দেব ও এস.এম শফির পুত্র এস এম নাজিম উদ্দিন বক্তব্য রাখেন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির স্বাক্ষরের পূর্বে সরকারের গঠিত যোগাযোগ কমিটির অন্যতম সদস্য ছিলেন মরহুম এস এম শফি।