বান্দরবানে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি,২০ হাজার টাকা জরিমানা

প্রকাশঃ ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০১:২৪:০৮ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৪:৫৩:১৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করার অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়,ইমন নামে এক ক্রেতা বান্দরবান বাজার থেকে চিংড়ি মাছ ক্রয় করে বাসায় নিয়ে যাওয়ার পর মাছে বিষাক্ত জেলি পেলে তিনি বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে জানায়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিসেষ্ট্রট মোঃ মাসুদুর রহমান রুবেল ভ্রাম্যমান আদালতের একটি টিম নিয়ে মাছ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানে চিংড়ি মাছে ওজন বৃদ্ধির জন্য বিষাক্ত জেলি ঢুকিয়ে চিংড়ি বিক্রির অপরাধে মোঃ ইমরান(২৯) নামে এক মাছ ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের অভিযানে এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিসেষ্ট্রট মোঃ মাসুদুর রহমান রুবেল, জেলা স্যানিটারী পরিদর্শক সুশীলা কর্মকারসহ প্রশাসন ও পুলিশের কর্মচারীরা উপস্থিত ছিলেন।