করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্যাটাগরির শিল্পীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ

প্রকাশঃ ০৫ অগাস্ট, ২০২১ ০৮:২৭:২০ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০২:২৫:৪২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে রাঙামাটিতে করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্যাটাগরির ১৩৩জন শিল্পীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।  

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভা কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১৩৩ জন শিল্পীর মধ্যে ১১জন শিল্পীকে নগদ অর্থ প্রদান করেন।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি দীপংকর তালুকদার বলেন, রাঙামাটিতে করোনায় বিভিন্ন পেশার মানুষের মধ্যে নরসুন্দররা আগে তাদের কাজ হারিয়েছেন। এরপর পর্যটন সংশ্লিষ্ট বোট চালকরা। আমরা সরকারের সাহায্য তাদের হাতে পৌঁছে দিয়েছি। পরিষদের পক্ষ থেকে রাঙামাটির করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্যাটাগরির ১৩৩জন শিল্পীকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আর্থিক মূল্যে এ সাহায্য খুব বেশি না হলেও শিল্পীদেরকে সাহস যোগানোর জন্যে এ সাহায্য দেওয়া হচ্ছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য সবির কুমার চাকমা, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য প্রিয়নন্দ চাকমাসহ শিল্পীরা উপস্থিত ছিলেন।