বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে মিশ্র ফলবাগান কর্মসূচির উদ্বোধন

প্রকাশঃ ০৫ অগাস্ট, ২০২১ ১২:৫১:৪২ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০১:৪৫:১০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে মিশ্র ফলবাগান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

৪ আগষ্ট (বুধবার) বান্দরবানের পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে বান্দরবান জেলা প্রশাসন এর আয়োজনে এই  মিশ্র ফলবাগান কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,অতিরিক্ত জেলা প্রশাসক মো.লুৎফুর রহমান,পুলিশ সুপার জেরিন আখতার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌছিফ আহম্মেদ,সুয়ালক ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান উক্যানু মার্মাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের তথ্যমতে,মিশ্র ফলবাগানে আম, লেবু,আনার,পেয়ারা,লিচু,কদবেল, জাম্বুরা, লটকন, মালটা,জলপাই,জাম,মিষ্টি তেতুল, ব্ল্যাক বেরি ও রাম্বুটানসহ প্রায় ৩০০টি ফলবৃক্ষ রোপন করা হবে।

আরো জানা যায়,বান্দরবান কেরানীহাট-চিম্বুক মহাসড়কের পাশে ২৭হাজার কৃষ্ণচূড়া, রাঁধাচূড়া, শিমুল, পলাশসহ বিভিন্ন প্রজাতির শোভাবর্ধনকারী বৃক্ষরোপন করার কাজ চলমান রয়েছে। সূত্রে আরো জানা যায়,বান্দরবান পার্বত্য জেলার সকল উপজেলা,গুরুত্বপূর্ণ স্থাপনা, পর্যটন কেন্দ্রে বৃক্ষরোপন করার মাধ্যমে ১লক্ষ বৃক্ষরোপন করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।