রাঙামাটির অটোরিক্সা চালকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

প্রকাশঃ ০২ অগাস্ট, ২০২১ ০১:০৬:৪৩ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:৫৪:১২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত রাঙামাটির ১ হাজার অটোরিক্সা চালকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার ০১ আগস্ট সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে অটোরিকশা চালকদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এসব মানবিক সহায়তা প্রদান করেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাগফুরুল হাসান আব্বাসী, জেলা প্রশাসনের এনডিসি বোরহান উদ্দিন মিঠু,  আদিবাসী যান্ত্রিক অটোরিক্সা চালক সমিতির সভাপতি বিভাষ দেওয়ান, প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল ১০ কেজি, ২ কেজি আটা, ৩ কেজি আলু, ১কেজি করে লবণ, ডাল ও ১ লিটার সয়াবিন তেল দেয়া হয়।