দরিদ্র পরিবারকে গৃহনির্মাণে সহায়তা দিলো দীঘিনালা সেনা জোন

প্রকাশঃ ২৬ জুলাই, ২০২১ ০৭:১৩:১৫ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ১১:২৭:১৯
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির দীঘিনালায় প্রবল ঝড়ে বসতঘর ভেঙে যাওয়া এক পরিবারকে সহায়তা দিয়েছে দীঘিনালা সেনা জোন।

আজ সোমবার দীঘিনালা উপজেলাধীন বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম থানা পাড়ার ঝড়ে ক্ষতিগ্রন্ত কুলসুম বিবিকে (৪০) গৃহনির্মাণ অনুদান হিসেবে ঢেউটিন প্রদান করেন দীঘিনালা জোন অধিনায়কের পক্ষে জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন।

সহায়তা পেয়ে কুলসুম বিবি জানান, 'ঝড়ে আমার ঘরবাড়ি ভেঙে যায়। অর্থের অভাবে ঘর মেরামত করতে পারছিলাম না। সেনাবাহিনীর সহযোগিতা পাওয়ায় এখন ঘর মেরামতের কাজ করতে পারবো।'

দীঘিনালা সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন বলেন, 'পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং পুনর্বাসনে কাজ করছে সেনাবাহিনী। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।'