মাহমুদুর রহমানের ওপর হামলার নিন্দা রাঙামাটি স্বেচ্ছাসেবক দলের

প্রকাশঃ ২৪ জুলাই, ২০১৮ ০৬:২০:৫২ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ১১:৪২:৩৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমাানের উপর হামলার নিন্দা জানিয়েছে রাঙামাটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা মাহমুদুর রহমানের ওপর হামলা চালিয়েছে দাবি করে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাঙামাটি জেলা সেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু নাসের  এক যুক্ত  বিবৃতিতে বলেন, মাহমুদুর রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কুষ্টিয়া আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। আদালত ওই মামলায় তাকে জামিন দিয়ে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয়ার নির্দেশ দেন। কিন্তু আদালত থেকে বের হয়ে আসার সময় সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা তার ওপর আক্রমণ চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
তারা বলেন, রাষ্ট্রের যেকোনো নাগরিকের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। সরকার আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এ দায়িত্ব পালন করে থাকে। কিন্তু বর্তমান সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় কর্মীর মতো ব্যবহার করছে। আইনশৃঙ্খলা বাহিনীর এ ব্যর্থতা দেশ ও জাতির জন্য উদ্বেগের কারণ।  এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের যেসব নেতাকর্মী জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।