বন্ধের মধ্যে অবৈধভাবে বিক্রির সময় ৪৬ কেজি মাছ উদ্ধার

প্রকাশঃ ১২ জুনe, ২০২১ ০৭:১১:০৮ | আপডেটঃ ১৪ মে, ২০২৪ ০৭:৪২:১২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধ রাখতে শনিবার স্থল ও নৌ পথে অভিযান চালিয়ে ৪৬ কেজি কাচা ও শুকনা মাছ উদ্ধার করেছে  রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তারা।

শনিবার ভোরে গোপন সূত্রের পাওয়া তথ্যের ভিত্তিতে বিএফডিসির  মার্কেটিং অফিসার মোঃ সোয়েব সালেহীনের নেতৃত্বে  অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড়ের ঢালে টানা ২ ঘন্টা লুকিয়ে থেকে খবর পাওয়া মাত্র তাৎক্ষণিক রাস্তায় ব্যারিকেড দিলে এক বস্তা (প্রায় ৩০ কেজি) কাঁচা মাছ ফেলে পালিয়ে যায় এ চক্রের হোতারা। পরবর্তীতে কাঁচা মাছ গুলো বিএফডিসি প্রাঙ্গণে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

এদিকে রাঙামাটি শহরে সাপ্তাহিক হাটের দিনগুলোতে চোরাবৃত্তি প্রবণতা বেশি থাকে বিধায় বিএফডিসি বাজার টহল টীম প্রতিটি পয়েন্টে বিশেষ চেকিং জোরদার করে। এসময় বিভিন্ন স্থান থেকে প্রায় ১৬ কেজি ধূমায়িত শুটকি মাছ জব্দ করা হয় যা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।