মহালছড়িতে দুঃস্থ ও হত দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী ও ওষুধ বিতরণ

প্রকাশঃ ১১ জুনe, ২০২১ ০৮:৫৯:৪৫ | আপডেটঃ ২১ মে, ২০২৪ ০৫:০৭:৪৪

 সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মহালছড়ি সেনা জোন করোনাকালীন পরিস্থিতিতে দুঃস্থ ও হত দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে।


১১ জুন শুক্রবার সকাল ১০ টার সময় মহালছড়ি সেনা জোনের আওতাধীন ধুমনীঘাট এর পঙ্খীমুড়া এলাকায় গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করে এবং দুপুর ১২ টা পর্যন্ত মেডিকেল ক্যাম্প চালু রেখে চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করে মহালছড়ি সেনা জোন।


এছাড়াও উক্ত এলাকায় আগামী ১৩ জুন রবিবার একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে অসহায়, দুঃস্থ ও হত দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন মহালছড়ি সেনা জোনের সদস্যরা।


উল্লেখ্য, করোনা মোকাবেলায় দেশব্যাপী সাধারণ মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। সাধারণ ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবের জন্য খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোন বেশকিছু কর্মসূচী হাতে নেয়।

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সেনাসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে চলেছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেনা সদস্যরা।