মহিলাদের ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষনের সনদপত্র বিতরণ

প্রকাশঃ ২৩ জুলাই, ২০১৮ ০১:২০:১১ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৮:২৪:৪৭
সিএইচটি টুডে ডট কম,  বান্দরবান। বান্দরবানে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত “নিবন্ধনকৃত মহিলা সমিতি ভিত্তিক ব্যতিক্রমী ব্যবসায়ী উদ্যোগ(জয়িতা-বান্দরবান)”শীর্ষক কর্মসূচির আওতায় মহিলাদের ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষনের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার সকাল সাড়ে ১১টায় বান্দরবান সদর উপজেলা মিলনায়তনের হলরুমে বান্দরবান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই ব্যবস্থাপনা ও কারিগরি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষনের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

বান্দরবান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) কাজী রওশন আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) মোঃ মুফিদুল আলম এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোঃ আবু তালেব,জয়িতা বান্দরবান এর কর্মসূচীর পরিচালক পাভিন সুলতানা, জয়িতা বান্দরবান এর কর্মসূচীর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, প্রশিক্ষণ বাস্তাবায়নকারী বেসরকারী সংস্থা বন্ধন সোসাইটির নির্বাহী পরিচালক সান্জিদা খানম, প্রশিক্ষণ বাস্তাবায়নকারী বেসরকারী সংস্থা বন্ধন সোসাইটির সহকারী প্রশিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। এসময় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শৈলশোভা মহিলা সমিতি ও রুপালী নারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক রুপালী বড়ূয়া এবং অভিজ্ঞতা বর্ণনা করেন প্রশিক্ষনার্থী মাহফুজা বেগম ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা পরিচালক  কাজী রওশন আক্তার বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার,বর্তমানে সরকার নারীদের আতœকর্মশীল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে,তাদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষজনশক্তি হিসেবে গড়ে তুলার লক্ষে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নারী পুরুষ বর্তমানে সমান অধিকার, তাই সকল কাজে পুরুষের পাশা-পাশি নারীর সকল কাজকে  সমান মর্যাদা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে দেশ হবে সমৃদ্ধশালী।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ট্রেডে অংশ নেয়া ২শ ৫০ জন নারী প্রশিক্ষর্ণীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।