খাগড়াছড়িতে পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ০৪ জুনe, ২০২১ ০৭:২৫:১২ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০৩:২৬:৪১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার সকালে শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।
 
মানববন্ধনে শিক্ষাবিদ প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে সুশাসনের জন্য নাগরিক-সুজন খাগড়াছড়ির সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ, উন্নয়ন কর্মী মথুরা বিকাশ ত্রিপুরা ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, খাগড়াছড়িতে পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনের নামমাত্র জরিমানা যেনো তাদেরকে আরও বেশী বেপরোয়া করে তুলছে। পরিবেশ আইন ও প্রশাসনের সীমাবদ্ধতার সুযোগ কাজে লাগিয়ে পাহাড় কাটা, বালু উত্তোলন, জলাশয় ভরাটসহ পরিবেশ ধ্বংসের প্রতিযোগিতা চলছে। পার্বত্য চট্টগ্রামের পরিবেশ বিরোধী কর্মকা- প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ ও জরিমানার পাশাপাশি নিয়মিত আইনে মামলা দেয়ার দাবি জানানো হয়।