ভাইবোনছড়া সেনা ক্যাম্পের উদ্যোগে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান

প্রকাশঃ ২৩ জুলাই, ২০১৮ ০১:১৩:১৮ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৬:২০:২২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। দুর্গম ও সুবিধা  বঞ্চিত হত দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের ব্যবস্থাপনায়  ভাইবোনছড়া আর্মি ক্যাম্প আজ রবিবার  মুনিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রত্যন্ত এলাকা থেকে আসা বিভিন্ন বয়সের মানুষকে এ সময় সেনাবাহিনীর চিকিৎসকগন চিকিৎসা সেবাপ্রদান করেন ।  
মেডিক্যাল ক্যাম্পে ভাইবোনছড়া সাব জোন কমান্ডার ক্যাপ্টেন ফয়সাল আহমেদ, ক্যাপ্টেন সাইফুল বারী, ৫ ফিল্ড এ্যা¤¦ুলে›স এর মেডিক্যাল অফিসার উপস্থিত ছিলেন। তারা এ সময় স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথাও শুনেন।
সেনাবাহিনীর পক্ষথেকে জানানো হয়, দিনব্যাপী এ আয়োজনে ২৫০ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এছাড়া এ সময় স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে চকলেট বিতরন করা হয়।

জনগনের নিরাপত্তার পাশাপাশি সেবার মনেবৃত্তি নিয়ে এ বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনার জন্য স্থানীয় জনগনের পক্ষথেকে নিরাপত্তাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো পাশাপাশি আগামী দিনেও এ সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।