ঘিলাছড়িতে গ্রেফতারকৃত দুইজনের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ২২ জুলাই, ২০১৮ ০৭:০২:১২ | আপডেটঃ ০৫ মে, ২০২৪ ০২:৩৪:৫৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে দুইজনকে গ্রেফতারের প্রতিবাদে  ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে রোববার সকালে ঘিলাছড়ি বাজারে ব্যবসায়ীদের নিয়ে মানববন্ধন করেছে  স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এসময় তারা অভিযোগ করেন অস্ত্র গুজে দিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘিলাছড়ি বাজারের দোকানদার সমর চাকমা ও অনন্ত বিকাশ দেওয়ানকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে নানিয়াচর থানায় অস্ত্র মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে রবিবার সকাল সাড়ে ৯ টায় রাঙামাটি- ঘাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে সম্পূর্ণ ষড়যন্ত্র করে তাদের অস্ত্র ও ইউপিডিএফের চাঁদার রশিদ গুজে দিয়ে গ্রেফতার করে। এদের একজনের বয়স ৬০ বছরের উপরে। এরা কোন রাজনীতি দলের সাথে যুক্ত নয়।

মানববন্ধনে গ্রেফতার হওয়া দুজনকে মুক্তির দাবী জানান পরিবারের সদস্যরা। মানববন্ধনে সমর চাকমা ও অনন্ত বিকাশ দেওয়ানের স্ত্রী বক্তব্য রাখেন।