রাঙামাটি জেলার বেসরকারী উন্নয়ন সংস্থা “হিল ফ্লাওয়ার এর দরপত্র বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৮ মে, ২০২১ ১১:২৫:০৩ | আপডেটঃ ০২ ডিসেম্বর, ২০২৪ ০৩:০০:৪৪
রাঙ্গামাটি জেলার বেসরকারী উন্নয়ন সংস্থা “হিল ফ্লাওয়ার” কর্তৃক  European Commission এর অর্থায়নে Bangladesh Nari Progati Sangha (BNPS) এবং  Simavi সহযোগিতায় “ ÒOur lives, our health, our futures: PROMOTING GENDER EQUALITY AND WOMEN'S AND GIRLS' EMPOWERMENT IN THE CHITTAGONG HILL TRACTS’’ প্রকল্প বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে গালস্ ক্লাবের প্রয়োজনীয় টেবিল, চেয়ার ও তালিকা বর্ণিত অন্যান্য সামগ্রী ক্রয়ের লক্ষ্যে স্থানীয় বিক্রেতা/সরবরাহকারী/ এজেন্ট/ঠিকাদারের নিকট থেকে শর্তসাপেক্ষে প্রতিষ্ঠানের প্যাডে চাহিদা পরিমান/সংখ্যা পণ্যের মূল্য/দর প্রদানের জন্য আগামী ০৩ জুন ২০২১ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক , হিল ফ্লওয়ার, বিজন সরনী, উত্তর কালিন্দীপুর, রাঙ্গামাটি-৪৫০০ বরাবরে দরপত্র/কোটেশন আহব্বান করা যাচ্ছে।