অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাঙামাটি জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান

প্রকাশঃ ০৭ মে, ২০২১ ০২:৩০:৩৫ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০২:৩৭:৫২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। শপিং মার্কেটগুলোতে ক্রেতা বিক্রেতার স্বাস্থ্যবিধি নিশ্চিতের পাশাপাশি রাঙামাটি শহরের গণপরিবহণ সিএনজিতে  অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে  মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুটি সিএনজিকে কিছু সময়ের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং মাস্ক না পরার কয়েকজনকে জরিমানা ও সর্তক করা হয়। 

এসময় এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, সরকার থেকে কিছু বিধি নিষেধের মাধ্যমে ঈদ উপলক্ষে শপিংসেন্টারগুলোর পাশাপাশি গণপরিবহণ খুলে দেয়া হয়েছে। যারা অতিরিক্ত ভাড়া নিবে ও স্বাস্থ্যবিধি মেনে চলবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।