পানি সংকট নিরসনে বান্দরবান সেনা জোনের পানি বিতরণ

প্রকাশঃ ০৩ মে, ২০২১ ০১:০৪:৩৮ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৭:১৩:২৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। মানবতার সেবায় বান্দরবানে বসবাসকারী  জনগণকে সুপেয়  পানি  বিতরণ করেছে বান্দরবান সেনা জোন। রোববার  বিকালে  বান্দরবান সদর এর রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার সেগুন বাগিচা এলাকা ও বাস স্টেশন   এলাকায় এ পানি বিতরণ  করা হয়।

বান্দরবান সেনা জোন সুত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৪ পদাতিক ডিভিশনের নির্দ্দেশে, বান্দরবান সেনারিজিয়নের তত্বাবধানে,বান্দরবান সেনা জোনের পরিচালনায় বিভিন্ন এলাকায়  এই পানি  বিতরণ করা হয়। এদিকে পানি পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পানি গ্রহনকারি জনগণ।

ভবিষ্যতেও দেশের যেকোন ক্রান্তিলগ্নে এধরণের সেবামূলক কার্যক্রম  অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে সেনাসদস্যরা।