কাপ্তাই হ্রদে ৫০ মেট্রিক মাছের পোনা ছাড়া হবে

প্রকাশঃ ০২ মে, ২০২১ ০৫:৫৬:৩৫ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৬:০৮:৪৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধি করতে এবং হ্রদের কার্প জাতীয় মাছের আধিক্য বাড়ানোর জন্য মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ রোববার  সকালে রাঙামাটি ফিসারী ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। এ সময় মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ আব্দুল লতিফ, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন,  রাঙামাটি বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা  উপমাসহ রাঙামাটি জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম জানান, রাঙামাটি কাপ্তাই হ্রদের প্রাকৃতিক প্রজনের পাশাপাশি কার্প জাতীয় মাঝের উৎপদান বৃদ্ধির লক্ষে রাঙামাটি বিএফডিসি নিজস্ব হ্যাচারীতে উৎপাদিত ৫০ মেট্রিক টন মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করবে। আজ ২ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে মাছের পোনা অবমুক্ত করা হবে।

একই সময়ে কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধকালীন সময়ে জেলেদের ২০ কেজি ধরে ভিজিএফ চাল বিতরণের কার্যক্রমও উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি।