পানছড়িতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২১ ০৬:৩০:৩৪ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১১:২৯:০৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে দুই ভাই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের কারিগর পাড়া ডোবার পানিতে ডুবে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, কারিগর পাড়ার সুমন ত্রিপুরার মেয়ে খুমবারটি ত্রিপুরা ও ছেলে আব্রাহাম ত্রিপুরা এবং একই গ্রামের তাপস কান্তি ত্রিপুরার মেয়ে প্রান্তি ত্রিপুরা।

পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের কৃষি জমিতে খেলার সময় সেচের জন্য ডোবায় জমানো পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে এ ঘটনায় অপমৃত্যু দায়ের প্রস্তুতি চলছে বলে জানান।