খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ জব্দ

প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২১ ০৭:২৯:৩৬ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ১০:৩৭:১৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন বাইল্যাছড়ি, নতুনপাড়া, সাপমারা ও আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৬ শ ৩৫ ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. মোহসীন হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগের তথ্যমতে, উদ্ধার হওয়া কাঠগুলোর মূল্য ৫০ লক্ষাধিক টাকা। দীর্ঘদিন ধরে অসাধু চক্র খাগড়াছড়ির বিভিন্ন সরকারি বনাঞ্চল থেকে কাঠ চুরির সাথে জড়িত রয়েছে। এতে করে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।