নানিয়ারচরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৯ জুলাই, ২০১৮ ০৬:৫৪:০৬ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০২:৩০:৪২
সিএইচটি টুডে ডট কম, নানিয়াচর (রাঙামাটি)। সারা দেশের ন্যায় নানিয়ারচর উপজেলাতেও জাতীয় মৎস্য সপ্তাহ-১৮পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা সরকারী লেকে মৎস অবমুক্তককরনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা দীলিপ কুমার বিশ্বাসের সভাপত্বিতে  কর্মসূচির সূচনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রন বিকাশ চাকমা। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার,আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওহাব,ছাত্রলীগের সাধারন সম্পাদক রিপন দাশ,পিআইও কর্মকর্তা বাবুল চাকমা সহ সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ছাত্র ছাত্রীসহ বিভিন্ন মহল উপস্থিত ছিলেন।

মৎস্য অবমুক্ত করনের পরপরই বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।