দ্বিতীয় চালানে করোনার ১৮ হাজার ভ্যাকসিন আসলো রাঙামাটি

প্রকাশঃ ০৯ এপ্রিল, ২০২১ ০৮:৩৬:৪৬ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৭:৪০:১৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দ্বিতীয় চালানে করোনার ১৮ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছালো রাঙামাটি পার্বত্য জেলায়। ফ্রিজার ভ্যানে করে ঢাকা থেকে পাঠানো এসব ভ্যাকসিন রাঙামাটি শহরে পৌঁছানো হয় শুক্রবার সকালে। ভ্যাকসিনগুলো সরাসরি গ্রহণ করে ফ্রিজআপে রাখতে জেলা ইপিআর সেন্টারে পাঠিয়েছেন, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মারুফ হাসানসহ ম্যজিস্ট্রেট ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন জানান, ভ্যাকসিনগুলো ফ্রিজার ভ্যানে করে সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছানো হয়। এরপর সেখান থেকে নিয়ে জেলা ইপিআর স্টোরে মজুদ রাখা হয়েছে। এবার দ্বিতীয় চালানে জেলায় ১৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পাওয়া গেল। সেখান থেকে চাহিদা অনুযায়ী জেলার ১০ উপজেলায় সরবরাহ করা হবে। প্রথম চালানে ১২ হাজার ডোজ ভ্যাকসিন পাওয়া যায়। চাহিদা বেশি হওয়ায় আরও কিছু ভ্যাকসিন আনা হয়েছে চট্টগ্রাম থেকে। বর্তমানে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম চলছে।