নানিয়ারচরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

প্রকাশঃ ১৯ জুলাই, ২০১৮ ০১:২৩:২৭ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ১১:২৪:৩৭
সিএইচটি টুডে ডট কম, নানিয়াচর (রাঙামাটি)। সারা দেশব্যাপী  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচি নানিয়ারচরেও পালন করা হয়। ত্রিশ লক্ষ শহীদের স্বরনে ত্রিশ লক্ষ চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে আজ নানিয়ারচর উপজেলা পরিষদে, কলেজ,  বিভিন্ন বিদ্যালয়ে,কলেজে ও বিভিন্ন স্থানে চারা রোপন করা হয়। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস কোয়ালিটি চাকমা কর্মসূচির উদ্ভোধন করেন। এসময় আরো ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার,শিক্ষা কর্মকর্তা রেজাউল হক,যুবলীগের সাধারন সম্পাদক ঝিল্লোল মজুমদার, ছাত্রলীগের সাধারন সম্পাদক রিপন দাশ ও বন বিভাগের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
কর্মসূচিতে অতিথিরা প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির সফলতা কামনায় সকলের সহযোগিতা চান।এসময় বন বিভাগ কর্তৃপক্ষ নানিয়াচরে ১ হাজার চারা রোপন করা হবে বলে জানান।