৩০ লক্ষ শহীদের স্মরণে খাগড়াছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি শুরু

প্রকাশঃ ১৮ জুলাই, ২০১৮ ০৯:৪৮:৫১ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ০৩:০৩:৪৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদদের স্মরণে সারাদেশের মত খাগড়াছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকালে ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনার পরপরি খাগড়াছড়ি সরকারি কলেজের আঙ্গিনায় এই বৃক্ষরোপন করা হয়।
“সবুজে বাঁচি সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” এই শ্লোগানে খাগড়াছড়ি বন বিভাগ ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আলী আহম্মেদ খান, সরকারি কলেজের অধ্যক্ষ শাহ আহম্মেদ নবী, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
বৃক্ষরোপন শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং সবুজ দেশ গড়তে সবাইকে বৃক্ষরোপন করতে আহ্বান জানান। এছাড়া জেলার দীঘিনালা,রামগড়,মাটিরাঙ্গাসহ বিভিন্ন উপজেলায়ও  এ কর্মসুচী পালনের খবর পাওয়া গেছে।